কুষ্টিয়ায় সড়কে ফুটেছে অপরূপ সূর্য্যমুখী

সংগৃহীত ছবি

কুষ্টিয়ায় সড়কে ফুটেছে অপরূপ সূর্য্যমুখী

জাহিদুজ্জামান, কুষ্টিয়া:

কৃষিক্ষেতে বা বাগানে নয়। রীতিমত কুষ্টিয়া শহরের বিভিন্ন সড়কে ফুটে আছে অপরূপ সূর্য্যমুখী ফুল। শহুরে ব্যস্ততায়ও এ ফুলের সৌন্দর্যে মন ভাল হয়ে যাচ্ছে শহরবাসী ও দর্শনার্থীদের।  নাগরিকদের মনে ইতিবাচক প্রভাব ফেলতে এবং পরিতৃপ্তি দিতে ফুলের এই পসরা সাজানোর কথা জানিয়েছেন পৌরসভা কর্তৃপক্ষ।

বাড়িতে বাড়িতে ফুল গাছ রাখার আহবান জানিয়েছেন পৌর মেয়র।

কুষ্টিয়া শহরের প্রধান সড়ক-নবাব সিরাজউদদৌলা সড়ক। বছর খানেক আগে এখানে লাগানো হয় ফুলগাছ। সঙ্গে সুদৃশ্যমাণ খুঁটি ও হরেক রঙের বাগানবাতি।

সময় যতো যাচ্ছে কুষ্টিয়া পৌরসভার সৌন্দর্য্য যেন ফুটে উঠছে। অন্য ফুল গাছের সঙ্গে এখন মাথা উঁচু করে হাসি দিচ্ছে সূর্য্যমূখী ফুল। মাঠের এই ফুল সড়কে দেখে খুশি নগরবাসী। শহর পরিকল্পনাবিদগণ মনে করেন, সৌন্দর্য্য বৃদ্ধি, কার্বন-অক্সিজেনের সমন্বয় ও মানুষকে মানসিক তৃপ্তি দিতেই ইট-পাথরের মধ্যেও ফুলগাছ রাখা হয়েছে।

news24bd.tv/ কামরুল