ময়মনসিংহের নান্দাইলে মাহফুজুর রহমান সাজিদ (১৬) নামে এক কিশোরকে নিজ ঘরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ মার্চ) রাতে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের বড় ভাই শুভ চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলায় তার খালার বাড়িতে ছিলেন। তার মা একই উপজেলার বাকচাঁন্দা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
ওসি বলেন, ঘরে লুটপাট বা চুরি হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি, বিষয়টি রহস্যজনক। আমরা তদন্ত শুরু করেছি এবং মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/তৌহিদ