জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে যশোরে বীর মুক্তিযোদ্ধাদের মিলন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে শহরের বিডি হলে যশোর-৩ আসনের সংসদস্য সদস্য এই আয়োজন করে।
যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান ও তৎকালীন পূর্ববাংলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেন মনি, মুক্তিযোদ্ধা যশোরের কমান্ডার রবিউল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, পৌর মেয়র হায়দার গণি খান পলাশসহ অন্যান্যরা।
বক্তরা বলেন, বঙ্গবন্ধু সংগ্রাম করে গেছেন বাংলার মানুষের জন্য।
news24bd.tv/ কামরুল