কাঞ্চন ভাইয়ের সঙ্গে সব কাজে নিপুণ, এটা আদালত অবমাননা : জায়েদ

কাঞ্চন ভাইয়ের সঙ্গে সব কাজে নিপুণ, এটা আদালত অবমাননা : জায়েদ

অনলাইন ডেস্ক

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে চেম্বার আদালতের স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালনের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। কিন্তু তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছেন অভিনেতা জায়েদ খান। এক বিবৃতিতে তিনি এক অভিযোগ করেন। তিনি বলেন, আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্বেও নিপুণ ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সঙ্গে সকল সংগঠনের কার্যক্রমে অংশ নিচ্ছে, এটা স্পষ্ট আদালত অবমাননা।

সদ্য বিগত হওয়া চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ এখনো অমিমাংসিত।

আদালত চেয়ারের ওপর  ‘স্থিতাবস্থা’ জারি করে রেখেছেন। শনিবার এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে মিটিংয়ের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুক হ্যান্ডেলে পোস্ট করেন অভিনেতা সাইমন সাদিক। ছবিগুলোতে অন্যান্যদের সঙ্গে নিপুণও রয়েছেন।

এই ছবিগুচ্ছের সঙ্গে তিনি ক্যাপশন জুড়ে দিয়েছিলেন, ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী পরিষদের মিটিং। ’ বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া তৈরি হয়- এই প্রতিক্রিয়ার জবাবেই নিপুণ বলছেন, ‘তিনি একজন শিল্পী হিসেবেই দায়িত্ব পালন করছেন। ’

তবে জায়েদ খান বলছেন ভিন্ন কথা। জায়েদের বক্তব্য, ‘আদালতের নির্দেশনা থাকা সত্বেও সাধারণ সম্পাদকের চেয়ারে তিনি বসছেন, বিধি লঙ্ঘন করছেন। এটা মোটেও কাম্য নয়। তারা মিটিং করে আবার ফেসবুকেও পোস্ট দিয়ে জানিয়ে দিচ্ছে। আদালতের ওপর কোনো আস্থা নেই তাদের। ’ 

তবে নিপুণ বলছেন ভিন্ন কথা। অভিনেত্রী বলেন, ‘আমি সাধারণ সম্পাদক হিসেবে নই, আমি একজন শিল্পী হিসেবে দায়িত্ব পালন করছি। তারা কেউ আসছে না। কার্যালয়ের কর্মীদের বেতন দিচ্ছে না। ওদের বেতন কে দেবে। দীতি আপার মৃত্যুবার্ষিকী, মিজু আহমেদ ভাইয়ের মৃত্যুবার্ষিকী এসব তো করতে হবে। আমি শিল্পী হিসেবে দায়িত্ব পালন করছি, এটা অন্য কিছু নয়। আমি যা করছি এটা আপনিও হলে তাই করতেন। ’

শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে অপেক্ষা বেড়েছে। গত ২ মার্চ জায়েদ খানের পক্ষে রায় দেন হাইকোর্ট। এরপর শপথ নিয়ে চেয়ারে বসেছিলেন জায়েদ খান। তবে গত ৬ মার্চ শুনানি শেষে জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আগামী চার সপ্তাহ এ পদে স্থিতাবস্থা থাকবে বলেও আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসানের একক বেঞ্চ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক