‘ঢাকা এক্সপ্রেসকে’ পুরস্কৃত করা উচিত : মাশরাফি

‘ঢাকা এক্সপ্রেসকে’ পুরস্কৃত করা উচিত : মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

সুযোগ আসার পরও দেশের স্বার্থে আইপিএলে খেলতে চাননি তাসকিন আহমেদ। সে কারণে বিসিবির পক্ষ থেকে ঢাকা এক্সপ্রেসকে পুরস্কৃত করা উচিত বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

এদিকে, ২০২৩ বিশ্বকাপ জয় করতে হলে ভালো খেলার পাশাপশি ভাগ্যের ছোঁয়া প্রয়োজন মনে করেন সাবেক ক্যাপ্টেন ফ্যান্টাসস্টিক।

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর বৃহস্পতিবার থেকে সাদা পোশাকের মিশন। তবে, ম্যাশের অভিমত ওয়ানডের তুলনায় টেস্ট সিরিজ বেশ চ্যালেঞ্জিং হবে।

সিনিয়রদের পাশাপাশি জুনিয়রদের পারফরমেন্স। বাংলাদেশ দলকে দিয়েছে পূর্ণতা।

তবে, ভালোর শেষ নেই। তাই ক্রিকেটারদের আত্মপুষ্টিতেও ভুগতে নিষেধ করলেন নড়াইলে এক্মপ্রেস।

মাশরাফি ও তাসকিনের ক্রিকেট ক্যারিয়ারেও বেশ মিল। দুজনই পেস বোলার। ক্যারিয়ারে মুদ্রার দু পিঠই দেখেছেন। অনুজ তাসকিনকে পরামর্শ দিলেন। ফর্মের তুঙ্গে থাকলেও মাটিতেই পা রাখতে।

২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে অসাধারণ কিছু করতে পারে বাংলাদেশ। দেশ কিংবা বাইরে সেই বিশ্বাস তৈরি হয়েছে প্রোটিয়া বধের মধ্য দিয়েই। সঙ্গে ক্রিকেটারদের আরো একটি পরামর্শ দিলেন পারফরমেন্সে মনেযোগ বাড়তে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিজেদের দূরে রাখতে হবে।

news24bd.tv/তৌহিদ