শেষ হাসিটা উইন্ডিজের

শেষ হাসিটা উইন্ডিজের

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের সঙ্গে দুই ম্যাচ ড্র করলেও শেষের ম্যাচটা জিতে টেস্ট সিরিজ নিজেদের করে নিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এতে করে সিরিজের ফল দাঁড়াল ১-০তে। সিরিজের প্রথম দুই টেস্ট অ্যান্টিগা ও বারবাডোজে ড্র হয়।  ফলাফল নির্ধারণী শেষ ম্যাচটা অনুষ্ঠিত হয় গ্রেনাডায়।

তৃতীয় টেস্টের চতুর্থ দিনে রোববার ইংল্যান্ডকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় উইন্ডিজ। ২৮ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে মাত্র ২৯ বলেই দলের জয় নিশ্চিত করেন দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল।

গ্রেনাডায় প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ২০৪ রানেই অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে জশুয়া ডি সিলভার অপরাজিত সেঞ্চুরিতে ২৯৭ রানে অলআউট হয় উইন্ডিজ।

 

৯৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে কাইল মায়ার্সের স্পিনে বিভ্রান্ত হয়ে ১২০ রানেই অলআউট হয় ইংল্যান্ড। ১৭ ওভারে মাত্র ১৮ রানে ৫ উইকেট শিকার করেন মায়ার্স।  

২৮ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে ২৯ বল খেলেই দলের জয় নিশ্চিত করেন ক্যারিবীয় দুই ওপেনার ক্রেগ ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল।

news24bd.tv/তৌহিদ