সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকে আধাবেলার হরতাল, চলছে গণপরিবহন

ফাইল ছবি

সারাদেশে বাম গণতান্ত্রিক জোটের ডাকে আধাবেলার হরতাল, চলছে গণপরিবহন

অনলাইন ডেস্ক

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে অর্ধদিবস (ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

আজ সোমবার সকাল থেকে হরতালে স্বাভাবিক রয়েছে পরিস্থিতি। চলছে গণপরিবহনও। কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবরও মেলেনি।

‘ভোজ্যতেল-চাল-ডাল-পেঁয়াজসহ খাদ্যদ্রব্যের লাগামহীন দাম এবং গ্যাস-বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধির অপতৎপরতা বন্ধে’ হরতালের ডাক দেয় বাম জোট।

এদিকে ‘অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে’ হরতাল ডাকা হয়েছে-এমন দাবি করে ঢাকা ও আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চালানোর ঘোষণা দেয় ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতি।

তবে বাম গণতান্ত্রিক জোট যে হরতালের ডাক দিয়েছে তাতে নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।

রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ‘বিএনপি সব সময়ই জনগণের রাজনীতি করে। তাই জনকল্যাণে যেকোনো দাবির প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবেই এই নৈতিক সমর্থন'।

news24bd.tv রিমু