ইউক্রেনে এখনও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রুশ সেনাবাহিনী। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসাবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে আলোচনা করতে প্রস্তুত তারা। এরিমাঝে সংকট নিরসনে আজ সোমবার আবারো তুরষ্কে বৈঠকে বসছে রাশিয়া ইউক্রেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া।
সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের এই আলোচক বলেন সোমবার তারা রাশিয়ার সঙ্গে তুরস্কে আলোচনায় বসতে যাচ্ছেন। তিন দিনব্যাপী এই আলোচনা অনুষ্ঠিত হবে।
তবে তুরস্কের কোথায় আলোচনা হবে সে ব্যাপারে সুনির্দিষ্ট করে কিছু বলেননি তিনি।
এর আগে, গত ১০ মার্চ রাশিয়া-ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের আন্তালিয়া শহরে বৈঠক করেন।
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে শুরু বিশেষ এই সামরিক অভিযান। অভিযান শুরুর পর থেকেই দফায় দফায় বৈঠক হয়। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সাফল্য আসেনি। রাশিয়ার ছোঁড়া বোমা আর রকেটে কেঁপে উঠছে ইউক্রেনের বিভিন্ন শহর। এরইমধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
জাতিসংঘ বলছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশটিতে এক হাজার ১১৯ জন বেসামরিক নিহত হয়েছেন। রুশ সৈন্যদের হামলায় আহত হয়েছেন আরও এক হাজার ৭৯০ জন বেসামরিক।
news24bd.tv রিমু