জমকালো আয়োজনে চলছে অস্কার প্রদান অনুষ্ঠান, ডুনের জয়জয়কার

সংগৃহীত ছবি

জমকালো আয়োজনে চলছে অস্কার প্রদান অনুষ্ঠান, ডুনের জয়জয়কার

অনলাইন ডেস্ক

অনুষ্ঠিত হয়েছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস অস্কার এর ৯৪তম আসর।  অস্কারের ৯৪তম আসরের ‘ডুন’ সিনেমার জয়জয়কার। এবারের আসরে মোট ১০টি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। সেখান থেকে ৫টি পুরস্কার ঘরে তুলেছে ‘ডুন’।

৯৪ তম অস্কার আসরে কিং রিচার্ড সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব জিতেছেন উইলিয়াম স্মিথ। আর দ্য আইজ অব টেমি ফে সিনেমার জন্য সেরা অভিনেত্রীর সম্মান জিতেছেন জেসিকা চ্যাস্টেন।  সেরা সিনেমা কোডা।

ওয়েস্ট সাইড স্টোরি জন্য এবার সেরা পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন আরিয়ানা ডিবোস।

মহামারি করোনাভাইরাসের কারণে এক মাস পিছিয়ে আজ আবারো বসেছে এবারের আসর। সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় বিশ্ব সিনেমার সম্মানজনক এ পুরস্কারের এবারের আসর বসেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ।  

লালগালিচা মাড়িয়ে ডলবি থিয়েটারে প্রবেশ করেছেন হলিউড তারকারা। মহামারির পর আবার সেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে অস্কারে।

দ্যা পাওয়ার অফ দ্যা ডগ ছবির জন্য জেন ক্যাম্পিয়ন জিতে নিয়েছেন সেরা পরিচালকের পুরষ্কার।

এছাড়া ইতিহাসে প্রথমবারের মতো বধির হয়েও সেরা পার্শ্ব অভিনেতার পুরষ্কার জিতেছেন ট্রয় খটসর।  

এছাড়া সেরা অ্যানিমেটেড সিনেমার পুরষ্কার পেয়েছে এনকান্টো। সেরা বিদেশী ভাষার ছবি হিসেবে জাপানের ড্রাইভ মাই কার সিনেমাটি পুরস্কার জিতে নিয়েছে।

 তিন বছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এ পুরস্কার।

 মূল শাখার বাইরে ৮টি শাখার পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শুরু হয়েছে ৯৪তম অস্কার।

news24bd.tv রিমু