খুলনায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে  পুলিশের লাঠিচার্জ

খুলনায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, আহত ৮

খুলনায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে প্রগতিশীল ছাত্র জোটের মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে ৮/১০ জন ছাত্র আহত হয়।
আজ দুপুরে মহানগরীর পিকচার প্যালেস মোড় ও হাদিস পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। আন্দোলনরত ছাত্ররা মানববন্ধনের জন্য জড়ো হতে শুরু করলে পুলিশ বাধা দেয়।

এসময় ছাত্ররা পুলিশের বাধা উপেক্ষা করে মানববন্ধন করতে চাইলে পুলিশ আন্দোলনকারীদের ব্যানার কেঁড়ে নেয় ও ধাওয়া দিয়ে সরিয়ে দেয়। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

-----------------------------------------------------------------
আরও পড়ুন : গণ বিশ্ববিদ্যায়ে প্রিয়াংকার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

-----------------------------------------------------------------

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির সদস্য রুহুল আমিন জানান, শান্তিপূর্ন মানবন্ধনের শুরু থেকেই পুলিশ বাধা দেয়। পিকচার প্যালেস মোড়ে সড়কের একপাশে ছাত্ররা দাঁড়াতে চাইলে পুলিশ সেখান থেকে সরিয়ে দেয়।

পরে হাদিস পার্ক এলাকায় ছাত্ররা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ ছেলে- মেয়ে নির্বিশেষে আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে। এতে ৮ থেকে ১০ জন ছাত্র আহত হয়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর