বেনাপোল বন্দরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

বেনাপোল বন্দরে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

বেনাপোল বন্দরে হ্যান্ডলিংক শ্রমিক ইউনিয়ন দখল করতে এসে শতাধিক বোমা বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে পথচারীসহ বন্দরের ২০ শ্রমিক। এতে দুদেশের মধ্যে বন্ধ হয়ে গেছে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস প্রক্রিয়া।

এদিকে, বোমার শব্দ পেয়ে বন্দর শ্রমিকরা কাজ বন্ধ করে লাঠিসোটা নিয়ে রাস্তায় নেমে আসে।

এ সময় ৩ ঘণ্টা বেনাপোল-কলকাতা সড়ক বন্ধ করে রাখে তারা। বন্ধ হয়ে যায় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহিদুজ্জামান অহিদ জানান, সকালে প্রতিদিনের মতো শ্রমিকরা কাজে যোগদান করেন।

কোনো কিছু বোঝার আগেই বহিরাগত একদল শ্রমিক বন্দরের সামনে অর্ধ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। ফলে বন্দরে সব ধরনের কাজকর্ম বন্ধ হয়ে যায়। রাশেদ বাহিনীর লোকজন বন্দরে এ ধরনের বোমা হামলা করেছে বলে জানান তিনি।

নাভারন পুলিশের ‘ক’ সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, বোমা হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তদন্তে জানা গেছে রাশেদ কাউন্সিলরের নেতৃত্বে বন্দরে বোমা হামলা করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ