মোরগ লড়াইয়ের এক অনুষ্ঠানে মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীর হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। রোববার (২৭ মার্চ) সন্ধ্যায় দেশটির মিচোয়াকান রাজ্যের লাস টিনাজাস শহরে একটি সমাবেশকে লক্ষ্য করে এ হামলার ঘটনা ঘটে।
লাস টিনাজাস সম্প্রদায় অবৈধভাবে মোরগ লড়াইয়ের আয়োজন করেছিল। সে সময় সেখানে এসে গুলি চালায় একদল বন্দুকধারী।
ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, লাস টিনাজাসে নিহতদের মধ্যে ১৬ জন পুরুষ এবং তিনজন নারী। তারা সবাই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন গাড়িতে করে পালিয়ে গেছে।
কী কারণে ওই হামলা চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। তবে ওই অঞ্চলে বিভিন্ন অপরাধী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে। গত কয়েক মাসে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শেষকৃত্য অনুষ্ঠান, বার এবং ক্লাবগুলো বন্দুকধারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
news24bd.tv/আলী