তালাক দেওয়া (সাবেক) স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত রোমান হাওলাদার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বরিশাল অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী মডেল থানার ওসি আজীমুল করিম।
মামলার সূত্রে জানা যায়, মামলার বাদী ওই নারীর সঙ্গে সহকারী রাজস্ব কর্মকর্তা রোমানের ৭/৮ মাস আগে বিবাহ বিচ্ছেদ (তালাক) হয়। বিবাহ বিচ্ছেদের পরেও রোমান তাকে পুনরায় বিয়ের প্রলোভন দেখায় এবং প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। তালাকপ্রাপ্ত ওই নারী রোমানকে বিয়ের কথা বললে সে বিভিন্ন টালবাহানা করে বলে মামলার এজাহারে উল্লেখ করেন।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম বলেন, শনিবার ওই নারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় রোমান হাওলাদারকে রবিবার নগরীর একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
news24bd.tv/ কামরুল