বান্দরবানে কলার বাগান করে সফলতা 

বান্দরবানে কলার বাগান করে সফলতা 

রতন কুমার দে, বান্দরবান :

বান্দরবানে কলার বাগান করে সফলতা পেয়েছেন জুম চাষীরা।  এই জেলায় সারা বছরই কলার আবাদ করেন তারা।  তবে  অভিযোগ রয়েছে, বাজার দর ভাল না থাকায় লোকসান গুনতে হয় তাদের। কলার নায্যমূল্য নিশ্চিতে সরকারের জোর পদক্ষেপ চান জুম চাষীরা।

বান্দরবান সদরের বাগমারা, রুমা রোয়াংছড়ি ও থানচি, চিম্বুক, পাড়াসহ উপজেলায় কলার বাগান করেছেন জুম চাষীরা।   এখানকার আবহাওয়া ও মাটি কলা চাষের উপযোগী হওয়ায় ফলনও বেশ ভাল হয়েছে।

জুম চাষীরা নিউজ টোয়েন্টিফোরকে জানান, বর্তমানে বাজারে প্রতি ছড়া কলা ১০০-৪০০টাকা দরে বিক্রি হচ্ছে। বাজার দর ভালো না থাকায় আর্থিকভাবে লোকসান গুনতে হচ্ছে।

এ অবস্থায় নায্যমূল্য নিশ্চিতে সরকারের জোর পদক্ষেপ চান তারা।

বান্দরবানের কলার মান ভালো হওয়ায় এখান থেকে দেশের বিভিন্ন জেলায় কিনে নিয়ে যাচ্ছেন পাইকাররা।  

কৃষি কর্মকর্তারা বলছেন, পাহাড়ে কলা চাষ প্রসারের লক্ষ্যে কৃষকদের সব ধরণের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ ।  
 
বান্দরবানে গেল বছর ৯৮৮৫ হেক্টর জমিতে কলার আবাদ করেছেন জুম চাষীরা।

news24bd.tv/ কামরুল