বন্দুকধারীর গুলিতে ইসরায়েলের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
নিহত দুই ইসরায়েলি সীমান্ত পুলিশ সদস্যের নাম প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেত্জ। তারা হচ্ছেন ইয়াজান ফালাহ (১৯) ও শিরিল আবুকারাত (১৯)।
এদিকে হামলার দায় স্বীকার করে টেলিগ্রাম পোস্টে বিবৃতি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস।
ইসরায়েলের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, রোববার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার উত্তরের শহর হাদেরায় দুই পুলিশ সদস্যের ওপর গুলি চালায় হামলাকারীরা। ঘটনায় তাৎক্ষণিকভাবে টুইটারে নিন্দা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
news24bd.tv/আলী