করোনা কমতেই বেড়েছে খুনোখুনি

নাঈম আল জিকো

রাজধানীতে বেড়েছে অপরাধের পরিমাণ। পুলিশের তথ্য বলছে, চলতি বছরের প্রথম দুই মাসে খুনের মামলা হয়েছে ২১টি। আর চুরি-ডাকাতির মামলা আড়াই শতাধিক। বেড়েছে ছিনতাইয়ের পরিমানও।

 

অপরাধ বিজ্ঞানীরা বলছেন, করোনার প্রকোপ কমায় বেড়েছে অপরাধের কলেবর। পুলিশও স্বীকার করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির বিষয়টি। এদিকে, রাজধানীর শাহজাহানপুরে জোড়া খুনের শ্যুটার মাসুমকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।  

রোববার ভোরে রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন গরিবের ডাক্তার হিসেবে পরিচিত আহমেদ মাহি বুলবুল।

রমজান মাসেই বাড়িতে যাওয়ার কথা ছিলো তার। ফিরলেন ঠিকই, তবে নিথর দেহে।

সম্প্রতি রাজধানীতে এমন ঘটনা ঘটছে অহরহই। যেখানে প্রাণ হারিয়েছেন রাজনৈতিক নেতা থেকে পথচারী। কিংবা বাসায় ঢুকে শিশুসন্তানকে মুখ বেঁধে মাকে হত্যার ঘটনাও ঘটেছে সবুজবাগে। পরিসংখ্যান বলছে, গেল সাত দিনে রাজধানীতে বিভিন্ন ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন।  

বিশেষজ্ঞরা বলছেন, করোনার বিধিনিষেধের পর অপরাধ প্রবণতা বাড়তে শুরু করেছে।  

এদিকে, পুলিশের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারিতে খুন হয়েছেন ৯ জন। যা পরের মাসে বেড়ে দাঁড়িয়েছে ১২টিতে। আর জানুয়ারিতে চুরির ঘটনা ১১২ টি, ফেব্রুয়ারিতে যা বেড়ে দাড়ায় ১৩২টিতে।

অপরাধের ধরণ করোনার পর থেকে পাল্টাতে শুরু করায়, কমিউনিটি পুলিশিংসহ আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হবার পরামর্শ বিশেষজ্ঞদের।

 news24bd.tv/আলী