জেলেনস্কি-পুতিনের বৈঠক সম্ভব নয় : রুশ পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভলোদিমির জেলেনস্কি ও ভ্লাদিমির পুতিনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

চলমান সংকট নিয়ে দুই দেশের নেতার মধ্যে বৈঠকের প্রসঙ্গে ল্যাভরভ বলেন, এই দুই নেতার মধ্যে আলোচনা হওয়া উচিত তখনই, যখন মূল ইস্যুতে ঐক্যমতের  কাছাকাছি পৌঁছাবেন।  

তিনি বলেন, মস্কো মনে করে এই মুহূর্তে সংঘাতের বিষয়ে যে কোনও বৈঠক বিপরীত ফল বয়ে আসতে পারে।

তবে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে পরবর্তী শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে এ বৈঠক।

 news24bd.tv/আলী