চলচ্চিত্র জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কার বিতরণ অনুষ্ঠান ছিল গতকাল সোমবার। ৯৪তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মেরেছেন আরেক অভিনেতা উইল স্মিথ। এ ঘটনায় চলছে আলোচনা-সমালোচনার ঝড়।
এরই মধ্যে ক্রিস রককে চড় মারার জন্য ক্ষমা চেয়েছেন স্মিথ।
নিজের ইন্সটাগ্রামে পোস্ট করা বিবৃতিতে উইল স্মিথ বলেন, 'সব ধরনের সহিংসতা বিষাক্ত এবং ধ্বংসাত্মক।
এদিকে, উইল স্মিথের ঘটনায় নিন্দা জানিয়েছে অস্কার কর্তৃপক্ষ। অস্কার পুরস্কার প্রদানকারী সংস্থা একাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস সোমবার এ নিন্দা প্রকাশ করেছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এবারে সেরা অভিনেতার অস্কার জিতেছেন স্মিথ। অনুষ্ঠানে একটি ক্যাটাগরির অস্কার হস্তান্তরের সময় ক্রিস রক মঞ্চে উইল স্মিথের স্ত্রী জেডা পিঙ্কেট স্মিথকে নিয়ে একটি রসিকতা করার পরেই এই কাণ্ড করে বসেন এই হলিউড অভিনেতা।
news24bd.tv/রিমু