কুড়িগ্রামের রৌমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিমের মৃতদেহ আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রৌমারী থেকে নৌকাযোগে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রৌমারী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে ওসি মুনতাসির বিল্লাহ নিশ্চিত করেছেন।
নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ জানান, নিহতের স্ত্রী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।
news24bd.tv/এমি-জান্নাত