মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ

ছবি : নিজস্ব

পুলিশ কনস্টেবলের আত্মহত্যা 

মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রামে প্রেরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল আব্দুর রহিমের মৃতদেহ আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য রৌমারী থেকে নৌকাযোগে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রৌমারী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে বলে ওসি মুনতাসির বিল্লাহ নিশ্চিত করেছেন।

নিহতের স্ত্রী সাবিনা ইয়াসমিন শিল্পী জানান, তার স্বামী মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এছাড়াও বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।

চাকরির পাশাপাশি তিনি কনজিউমার ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার অসুস্থতার কথা জেনে থানা থেকে তাকে ২৮ দিনের ছুটি মঞ্জুর করা হয়। আমরা ঢাকায় চিকিৎসকের সাথে যোগাযোগ করছিলাম। এ ব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মুনতাসির বিল্লাহ জানান, নিহতের স্ত্রী থানায় এজাহার দায়ের করলে সেটি ইউডি মামলা হিসেবে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে নিহত পুলিশ কনস্টেবলের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত