মাদারীপুরে ইজিবাইকের ধাক্কায় ইউনিয়ন পরিষদের সচিবের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমানের (৪৬) মৃত্যু হয়। নিহত আনিস মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব খান জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ব্যক্তিগত কাজে শহরের পুরানবাজারে যান আনিসুর রহমান।
গুরুতর অবস্থায় আনিসকে প্রথমে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ এ্যান্ড হাসপাতালে প্রেরণ করে চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যান আনিস।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার (এমও) আবু সফর হাওলাদার জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর অবস্থায় আনিসুর রহমানকে হাসপাতালে নিয়ে আসা হয়। মাথায় প্রচন্ড আঘাত পান তিনি। এতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এছাড়া রক্তচাপ মাত্রাতিরিক্ত হওয়ায় সাথে সাথে ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়। পরে জানতে পারি তিনি মারা গেছেন।
news24bd.tv/এমি-জান্নাত