পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে নিজের ছেলের বিয়ে দেয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন স্কুল শিক্ষিকা শামসুন নাহার। মঙ্গলবার সকালে এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। এদিন পত্রিকায় ‘পঞ্চম শ্রেণির ছাত্রীকে পুত্রবধূ করে নিলেন স্কুলশিক্ষিকা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান জানান, পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে দশম শ্রেণিতে পড়ূয়া নিজের ছেলের সাথে বিয়ে দেন বেগমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামসুন নাহার।
প্রসঙ্গত, গত ২০ মার্চ পঞ্চম শ্রেণির ছাত্রীর সাথে নিজের ছেলের বিয়ে দেন স্কুল শিক্ষিকা শামসুন নাহার। সম্প্রতি স্কুলছাত্র তার বাল্যবধূকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে এলে বিষয়টি জানাজানি হয়।
news24bd.tv/আলী