রাজধানী ঢাকাকে সবচেয়ে অপরিকল্পিত শহর হিসেবে উল্লেখ করেছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, শহরের এমন দুরবস্থায় লজ্জিত তিনি। সকলের সহযোগীতায় এ অবস্থার পরিবর্তন চান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে রাজধানীর পরিবহণ ব্যবস্থা যে অনুযায়ী উন্নত হয়নি।
অনুষ্ঠানে ঢাকার দুই সিটি মেয়র বলেন, সমন্বয়হীনতার কারণেই এতদিনেও ঢাকার কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়নি। তাই ভবিষ্যতে শহরের যেকোন উন্নয়ন প্রকল্পে দুই সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত করার দাবি জানান তারা।
news24bd.tv/আলী