৪৮ ঘন্টার মধ্যে ডা. আহমেদ মাহী বুলবুলের খুনীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি। অন্যথায় সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দন্ত চিকিৎসক ডা. বুলবুল হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নেতারা এসব কথা বলেন।
তারা বলেন, নিরাপদ ঢাকা শহর আমাদের দাবি নয়, বরং অধিকার।
মানববন্ধনে বক্তারা বলেন, বুলবুল শুধু একজন মেধাবী ছাত্রই ছিলেন না, তিনি একজন ভালো চিকিৎসকও ছিলেন। গরীবের চিকিৎসক হিসেবে তাঁর খ্যাতি ছিল।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুল, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির লাইব্রেরি এন্ড প্রকাশনা সম্পাদক ডা. মোর্শেদ আলম তালুকদার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সাংগঠনিক সম্পাদক ডা. মোজাম্মেল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক ডা. মীর নোয়াজেস আলী রাজীব ও ডা. আসাদুজ্জামান সরোয়ার।
এ সময় উপস্থিত ছিলেন ডা. ইকরামুল আহমেদ সুমন, ইউডিসি এলামনাই এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ডা. গোবিন্দ ভৌমিক বৃন্দ, ডা. নওশাদ কায়সার পাঠান, ডা. আওরঙ্গজেব আরু, ডা. নাজমুল হক সজীব, ডা.অরুপ কুমার, ডা. জান্নাতুল, ডা. বিদ্যুৎ, ডা. গালিব, ডা. সজীব, ডা. ইমরান, ডা. অনি, ডা. ফারহান, ডা. ফাহিম প্রমূখ।
news24bd.tv/এআর-কাবুল