রোহিঙ্গাদের জন্য ১৫২ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের
রোহিঙ্গাদের জন্য ১৫২ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

সংগৃহীত ছবি

রোহিঙ্গাদের জন্য ১৫২ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক

কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকা (১৫২ মিলিয়ন মার্কিন ডলার) নতুন মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তার পরিমাণ দাঁড়াল প্রায় ১৫ হাজার কোটি টাকা। মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানায়, কক্সবাজারে প্রথম সফরের পর বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সেখানে থাকা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থী ও তাদেরকে আশ্রয় দেওয়া স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর জন্য ১৫২ মিলিয়ন আমেরিকান ডলার বা প্রায় ১ হাজার ৩২২ কোটি টাকার নতুন মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

রাষ্ট্রদূত হাস বলেন, নতুন দেয়া তহবিলের মধ্যে ১২৫ মিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার ৮৭ কোটি টাকা বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা শরণার্থী ও ক্ষতিগ্রস্ত বাংলাদেশি স্থানীয় জনগোষ্ঠীর জন্য গৃহীত কার্যক্রমে ব্যয় করা হবে। ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত আমরা ১.৭ বিলিয়ন ডলার (প্রায় ১৫ হাজার কোটি টাকা) দিয়েছি।
news24bd.tv/আলী