২০১৫ সালে বিএনপি-জামায়াতের আন্দোলন চলাকালে আগুনে মারাত্মকভাবে ঝলসে যাওয়া অঞ্জন কুমার দে'কে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে সঞ্চয় পত্রটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া তার অফিস কক্ষে অঞ্জন কুমারের কাছে হস্তান্তর করেন।
পেট্রোল বোমার আঘাতে অঞ্জন কুমার কাজ করার ক্ষমতা হারিয়ে কর্মহীন হয়ে পড়ায় তার কিশোরী দুই কন্যার লেখাপড়ার জন্য এ সঞ্চয়পত্র দেওয়া হয়।
news24bd.tv/আলী