ঢাকা সবচেয়ে অপরিকল্পিত শহর, এই শহরের এমন দুরবস্থায় লজ্জিত সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকার দুই সিটি মেয়র বলেন, সমন্বয়হীনতার কারণেই এতদিনেও ঢাকার কাঙ্কিত উন্নয়ন সম্ভব হয়নি।
ঢাকার যানজট কমাতে মাটির তলদেশে ২৫৮ কিলোমিটার সাবওয়ে নির্মাণ করবে সরকার।
তবে ঢাকার এই দূরাবস্থার জন্য সরকারের বিভিন্ন সংস্থার সবন্বয়হীনতাকে দায়ী করেছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র।
সাবওয়ে নির্মাণে শুধু কারিগরি সমীক্ষা নয়, বাণিজ্যিক সমীক্ষা করারও পরামর্শ দিয়েছেন দক্ষিণ সিটির মেয়র। সেই সাথে বিপুল অর্থের এই প্রকল্পে দুই সিটি কর্পোরেশনের অংশীদারিত্ব দাবি করেন তিনি।
news24bd.tv/আলী