পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় মাদারীপুরে একটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৯টি ইটভাটা মালিককে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দিনব্যাপী পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয় ও ফরিদপুর আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের উপ-পরিচালক এএইচএম রাশেদ জানান, ঘনবসতি এলাকার মধ্যে ইটভাটা নির্মাণ করে কাঠ পোড়ানো হচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর ঢাকা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার, পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মিতা রানী দাস, মাহফুজুর রহমান, মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. নুরমোহাম্মদ, মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. আক্তারুজ্জামানসহ অনেকেই।
news24bd.tv/এমি-জান্নাত