দিনাজপুরে তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমার প্রস্তুতি চলছে। আগামী ৩১ মার্চ বৃহস্পতিবার বাদ ফজরে আম বয়ানের মধ্য দিয়ে এ ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। দিনাজপুর শহরের পশ্চিম পাশে পূণর্ভবা নদীর চরে ইজতেমার আয়োজন করা হয়েছে। ২ এপ্রিল শনিবার জোহরের নামাজের পূর্বে আখেরী মুনাজাতের মধ্যে দিয়ে জেলা ইজতেমা শেষ হবে।
ইজতেমায় আগত মুসল্লিদের জন্য প্যান্ডেল তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এটি দেশের ৫৫তম ইজতেমা এবং দিনাজপুর জেলায় ৪র্থ বারের মত অনুষ্ঠিত হচ্ছে।
news24bd.tv/আলী