বাংলাদেশের প্রথম রেলস্টেশন কুষ্টিয়ার জগতি 

জাহিদুজ্জামান

বাংলাদেশের প্রথম রেলস্টেশন কুষ্টিয়ার জগতি। ১৮৬২ সালে ১৫ নভেম্বর ভারতের নদীয়া জেলার রানাঘাট স্টেশন থেকে একটি ট্রেন এসে থেমেছিল এ স্টেশনে। সেসময় এখানে ট্রেন দেখতে মানুষের ভিড় লাগতো। ১৬০ বছরের পুরনো এ স্টেশন এখন পরিত্যক্ত।

নেই কোন কর্মী। এখন থামেনা সবগুলো ট্রেন। মাঝেমধ্যে প্রথম রেলস্টেশন দেখতে আসেন পর্যটক।  

দূর থেকে দেখতে বেশ আকর্ষণীয় দেশের প্রথম রেলস্টেশন জগতি।

কিন্তু কাছে গেলে একেবারে জরাজীর্ণ এর ১৬০ বছরের পুরনো স্থাপনাগুলো। ইট, পলেস্তরা, জানালা-দরজা, আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। মুছে গেছে ট্রেন আসা যাওয়ার তালিকা। পোড়াদহ-গোয়ালন্দ-টুঙ্গীপাড়া রুটে এখন দিনে ১০বার ট্রেন আসা যাওয়া করলেও জগতিতে থামে মাত্র ২টি।

একসময়ের জমজমাট এ স্টেশনে এখন অনেকটা ভূতুড়ে পরিবেশ। দেশের প্রথম রেল স্টেশন নিয়ে আবেগ আছে স্থানীয়দের। সংস্কার করে সংরক্ষণ করার পক্ষে তারা। বিশাল আয়তনের এ স্টেশনে একটি মিউজিয়াম করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। স্টিম ইঞ্জিনে পানি দেয়ার বিশাল ট্যাংকি জগতি স্টেশনে এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হিসেবে।
news24bd.tv/আলী