ইউক্রেনে যুদ্ধের মধ্যেই চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর চীনে এটিই তাঁর প্রথম সফর। বুধবার এ খবর জানায় রয়টার্স।
আফগানিস্তান ইস্যুতে দুটি বহুপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ল্যাভরভ।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানিয়েছেন, আফগানিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গেও আলাদা বৈঠকে অংশ নেবেন ল্যাভরভ। এই বৈঠকের আয়োজন করা হয়েছে চীনের টুনশিতে।
সম্প্রতি চীনে করোনার প্রকোপ বাড়ায় আনহুই প্রদেশের নিরিবিলি প্রাচীন এই শহরটিকেই বৈঠকের জন্য বেছে নেয়া হয়েছে।
news24bd.tv/আলী