২০ মে মুক্তি পাবে ‘বেলাশুরু’। নস্ট্যালজিয়ায় ডুব দিবে বাংলার মানুষ। আবার পর্দায় স্বাতীলেখা সেনগুপ্ত এবং সৌমিত্র চট্টোপাধ্যায়। দু’জনেই চলে গিয়েছেন অনেক দিন।
গানের শুরুতেই বিবাহিত জীবন নিয়ে কথা বলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। মালশ্রী (ঋতুপর্ণার চরিত্র) তার বাবা বিশ্বনাথ মজুমদারকে বলছে, (সৌমিত্রের চরিত্র) একটা সময় পরে শরীর থাকে না, আকর্ষণ থাকে না, যেটা থেকে যায় সেটা বন্ধুত্ব। তার পরেই শুরু হচ্ছে, অনুপম রায়ের গলায় ‘সোহাগে আদরে’ গানটি।
এই গানে চরিত্রগুলির জটিল-সরল সম্পর্কগুলি ফুটে উঠেছে। ‘বেলাশেষে’-র মতোই নন্দিতা-শিবপ্রসাদ তাঁদের ক্যামেরায় বহু যত্নে সাজিয়েছেন সম্পর্কগুলিকে। বিভিন্ন বেলার প্রেমের ঝলক এই গানে।
সূত্র : আনন্দবাজার
news24bd.tv/এমি-জান্নাত