মিলগুলো ভোজ্য তেলের সরবরাহ আগের চেয়ে বাড়িয়েছে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাই রমজান মাসে বাজারে তেলের কোন সংকট হবে না। বুধবার আমদানিকারক কোম্পানিগুলোর সাথে বৈঠক শেষে এ কথা জানায় সংস্থাটি।
ভোজ্য তেলের সরবরাহ ঠিক রাখতে চলতি মাসের ১০ তারিখ থেকে দেশের বিভিন্ন মিল পরিদর্শনে যায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারর জানায়, পরিদর্শনে তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অনিয়ম বন্ধে কাজ করছে সংস্থাটি।
তিনি আরও জানান, সরবরাহ আগের চেয়ে বেড়েছে, তাই রমজানে সংকট হবে না ভোজ্য তেলের। তবে বাজারে সরবরাহ ও দাম ঠিক থাকছে কিনা মাঠ পর্যায়ে তাও তদারকি করা হবে বলে জানান এই কর্মকর্তা।
news24bd.tv/আলী