জাতীয় সরকারের নতুন ধারণা নিয়ে, সব গণতান্ত্রিক দল ও মতকে একত্র করার উদ্যোগ নিচ্ছে বিএনপি। শিগগিরই জাতীয় সরকারের এ ধারণা সবার কাছে তুলে ধরতে চায় দলটি। বিএনপি মহাসচিব জানান, দলের হাইকমান্ডের নির্দেশেই এই পথে এগুচ্ছেন তারা। তিনি জানান, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের পরপরই ফলাফলের ভিত্তিতে দেশপ্রেমিক ও গণতান্ত্রিক দলগুলোকে নিয়েই জাতীয় সরকার হবে।
নির্বাচনের সময় অন্তর্বর্তী নাকি জাতীয় সরকার? বিরোধী দলগুলোর বিতর্কের মধ্যেই জাতীয় সরকারের নতুন ধারণা নিয়ে হাজির হচ্ছে বিএনপি। তারা বলছে, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ফলাফলে বিএনপিসহ মিত্রজোট যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাদের নিয়েই গঠিত হবে জাতীয় সরকার। নির্বাচনে মিত্রদলগুলো না জিতলেও সরকারে থাকবেন বলে জানান বিএনপি মহাসচিব।
শিগগিরই জাতীয় সরকারের এ ধারণা তুলে ধরে সব গণতান্ত্রিক দল ও মতকে একত্র করার উদ্যোগ নেবে বিএনপি। রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানের বক্তৃতায় বিএনপির জেষ্ঠ্য নেতাদের বক্তব্যে আসে এই প্রসঙ্গ।
এর আগে নয়াপল্টনে এক যৌথসভা শেষে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২ এপ্রিল ঢাকায় গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।
news24bd.tv/আলী