পহেলা এপ্রিল থেকে ঢাকা উত্তর সিটিতে হোল্ডিং ট্যাক্স থেকে শুরু করে কর্পোরেশনের ১৭টি সেবার বিল অনলাইনে পরিশোধ করতে পারবেন বাসিন্দারা। অটোমেশন পদ্ধতি অনুসরন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার মন্ত্রী। উত্তরের মেয়র জানান, জুলাই থেকে রাজধানীর গুলশান, বারিধারা ও বনানী অভিজাত এলাকার হোল্ডিং ট্যাক্স প্রায় ৩৩ শতাংশ বাড়ানো হচ্ছে।
বারিধারা, গুলশান ও বনানী এলাকায় ২০০৮ সালের বাড়িভাড়া চার্ট ধরেই এতোদিন হোল্ডিং ট্যাক্স দিতো বাসিন্দারা।
নতুন তালিকা অনুযায়ী, গুলশানে আবাসিকে প্রতি স্কয়ার ফিটের ভাড়া ২৪ টাকা আর বানিজ্যিকে ৪০ টাকা। আর বনানী- আবাসিক ১৯ বাণিজ্যিক ৩৬ ও বারিধারায় যথাক্রমে ১৯ ও ২৪ টাকা। আর নতুন হিসাবে জুলাই থেকে হোল্ডিং ট্যাক্স বাড়বে ৩৩ শতাংশ।
বুধবার ডিএনসিসির গুলশান কার্যালয়ে নাগরিক সেবা নিশ্চিতে এবং ট্যাক্স বানিজ্য বন্ধে ডিএনসিসির রাজস্ব বিভাগের অটোমেশন কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। মন্ত্রী জানান, অটোমেশন পদ্ধতি অনুসরন না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে ট্যাক্স হোল্ডার বা গ্রাহকরা কিভাবে অনলাইনে খুব সহজে রাজস্ব পরিশোধ করবেন তা পরীক্ষামূলক দেখানো হয়।
news24bd.tv/আলী