আইপিএলের ১৫তম আসররে প্রথম জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস অ্যাকাডেমির মাঠে কলকাতার বিপক্ষে ৩ উইকেটে জয় পেয়েছেন বেঙ্গালুরু।
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কলকাতা। ৫০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ৪ ব্যাটার।
১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বেঙ্গালুরু পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ১৭ রানের মধ্যে সাজঘরে ফেরেন অনুজ রাওয়াত, অধিনায়ক ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলি। বিপর্যয় সামাল দিতে গিয়ে ডেভিড উইলির ২৮ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন।
এরপর শেরফানে রাদারফোর্ডের ৪০ বলে ২৮ ও শাহবাজ আহমেদের ২০ বলে ২৭ রানের দুই ইনিংস থামলে আবারও চাপে পড়ে যায় ব্যাঙ্গালোর। তবে দীনেশ কার্তিকের ৭ বলে ১৪ ও হার্শাল প্যাটেলের ৬ বলে ১০ রানের অপরাজিত দুই ইনিংসে ৪ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।
সংক্ষিপ্ত স্কোর
টস : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
কলকাতা নাইট রাইডার্স : ১২৮/১০ (১৮.৫ ওভার)
রাসেল ২৫, উমেশ ১৮
হাসারাঙ্গা ২০/৪, আকাশ ৪৫/৩, হার্শাল ১১/২
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু : ১৩২/৭ (১৯.২ ওভার)
রাদারফোর্ড ২৮, শাহবাজ ২৭
সাউদি ২০/৩ উমেশ ১৬/২
ফল : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩ উইকেটে জয়ী।
news24bd.tv/আলী