জাতীয় স্তরের চার সাঁতারুর বিরুদ্ধে এক তরুণী নার্সকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বেঙ্গালুরুতে। পশ্চিমবঙ্গ থেকে গিয়ে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে কাজ করতেন ওই তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
খবরে বলা হয়েছে, একটি ডেটিং অ্যাপে রজতের সঙ্গে আলাপ হয় নির্যাতিতার। তারপর তারা দেখা করেন।
রজত এবং শিব রানা গত তিন মাস ধরে শহরেই ছিলে। তাদের বন্ধু দেব সারোহা এবং যোগেশ কুমার এক সপ্তাহ আগে শহরে সাঁতার অনুশীলনের জন্য তাদের সাথে যোগ দেন। ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বলে জানতে পেরে চারজনেই পালানোর চেষ্টা করেন বলে জানা গেছে। রজতকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। অন্য অভিযুক্তদের একজনকে বাসাভানাগুড়ির কাছে গ্রেপ্তার করা হয় এবং অন্য দুজনকে চিকপেটের কাছে গ্রেপ্তার করা হয়।
news24bd.tv/ কামরুল