পতনের মুখে ইমরান খানের সরকার

সংগৃহীত ছবি

পতনের মুখে ইমরান খানের সরকার

আসমা তুলি

ক্রমেই জটিল হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গদি বাঁচানোর লড়াই। একে একে জোট ছাড়ার ঘোষণা দিচ্ছেন শরিকরা। তারপরও ক্ষমতা আকঁড়ে থাকতে মরিয়া ক্রিকেট মাঠ থেকে পাকিস্তানের মসনদে বসা ইমরান খান। সরকার হটানোর এ পদক্ষেপকে দেশি-বিদেশি ষড়যন্ত্র বলছেন তিনি।

 

অনাস্থা প্রস্তাবকে ঘিরে-সরকার পতনের মুখে এখন ইমরান খানের সরকার। মুসলিম লিগ -(কিউ) পাশে থাকলেও জোটের অন্যতম শরিক মুত্তাহিদা কওমি মুভমেন্ট- এমকিউএম-জোট ছেড়ে যোগ দিয়েছে বিরোধীদল পিপিপির সঙ্গে ।  তাই প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষমতায় টিকে থাকার লড়াই আরও কঠিন।

গেল ৮ মার্চ সরকার উৎখাতে সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন বিরোধী এমপিরা।

দেশটির ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে অনাস্থা ভোটে জিততে কমপক্ষে ১৭২ সদস্যের সমর্থন প্রয়োজন। তবে এমকিউএম জোট ছাড়ায় এখন ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পিটিআইয়ের কোনো সদস্যেরও সমর্থনের প্রয়োজন নেই পিপিপি নেতৃত্বাধীন বিরোধীদের। এছাড়া ক্ষমতাসীন দলের ৩০ এমপি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে  ভোট দিতে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে।  

২০১৮ সালে নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনা এবং পররাষ্ট্রনীতির ভুলের অভিযোগ তুলেছেন বিরোধীরা। তবে ইমরানের অভিযোগ, দেশি-বিদেশি চক্রান্তের মিশেলে সরকারের পতন ঘটানোর চেষ্টা চলছে।

news24bd.tv/আলী