‘হরতাল-অবরোধ করে সরকারের পতন ঘটাতে চাচ্ছে বিএনপি’
‘হরতাল-অবরোধ করে সরকারের পতন ঘটাতে চাচ্ছে বিএনপি’

সংগৃহীত ছবি

‘হরতাল-অবরোধ করে সরকারের পতন ঘটাতে চাচ্ছে বিএনপি’

টাঙ্গাইল প্রতিনিধি

কৃষিমন্ত্রী ডক্টর মো: আব্দুর রাজ্জাক বলেছেন, রাজাকার, আলবদর, জামায়াত-বিএনপি বাংলাদেশ কে পিছিয়ে দিতে এবং আগামী সংসদ নির্বাচন বানচাল করতে আবারো ষঢ়যন্ত্র করছে।  হরতাল অবরোধ করে সরকারের পতন ঘটাতে চাচ্ছে। কিন্তু এসব করে সরকারের পতন ঘটানো যাবে না। বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল।

ক্ষমতায় থাকার সময় তারা এদেশে জঙ্গী-সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। দেশের অর্থনীতিকে ধংস্ব করে দিয়েছিল। তাদের পায়ের তলায় মাটি নাই। তাই তারা ষঢ়যন্ত্র করে আবারো ক্ষমতায় যেতে চায়।
কিন্তু তারা ষঢ়যন্ত্র করে আর ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে তাদের নির্বাচনে আসতে হবে। জনগনের সমর্থন পেতে হবে।

তিনি আজ দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  

মন্ত্রী আরো বলেন, সম্মেলনের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করা হচ্ছে। নতুন নেতৃত্ব তৈরী করা হচ্ছে। এই নতুন নেতৃত্বরাই আওয়ামী লীগকে শক্তিশালী করবে। মির্জাপুর সরকারী কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেনের মন্টু’র সভাপতিত্বে সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, সংসদ সদস্য খান আহমেদ শুভসহ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

news24bd.tv/এমি-জান্নাত