বগুড়ায় বিজয় হোসেন (১৮) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বিজয় হোসেন গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের লিটন আলীর ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র এবং পড়াশুনার ফাঁকে অটোভ্যান চালাতো। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের ভ্যাপড়া গ্রামের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে কাহালু থানা পুলিশ।
জানা গেছে, বুধবার সকাল ৭টার দিকে বিজয় তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি, বুধবার রাতেই বিষয়টি গাবতলী থানায় জানানো হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে থানা পুলিশ জানায় কাহালুতে বিজয়ের মরদেহ উদ্ধার হয়েছে। তবে ভ্যানটি পাওয়া যায়নি।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কাহালু উপজেলার ভ্যাপড়া ডিকে রাইস মিলের পেছনের ডোবার ভেতর স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, নিহত বিজয় দশম শ্রেনীর শিক্ষার্থী ছিল, পড়াশুনার মাঝে সে অটোভ্যান চালাতো। মরদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
news24bd.tv/এমি-জান্নাত