ইউক্রেন এই মুহূর্তে টার্নিং পয়েন্টে রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, কিয়েভ অঞ্চল থেকে রুশ বাহিনীর কথিত সেনা প্রত্যাহার হচ্ছে ইউক্রেনের প্রতিরোধ যোদ্ধাদের কাজের ফল।
জেলেনস্কির দাবি, ইস্তা্বুল বৈঠকে রাশিয়ার প্রতিশ্রুতি, পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে নতুন হামলার আগমনী বার্তা ছাড়া আর কিছুই নয়।
একইভাবে জেলেনস্কি বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শান্তি আলোচনা চললেও আপাতত ‘এগুলো কেবলই শব্দ মাত্র, (আলোচনা) এখনও বিশেষ কিছু নয়’।
এদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মূলত রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ এই শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার জন্যই এই স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো।
news24bd.tv/আলী