পুতিনকে সত্য বলতে ভয় পান তার উপদেষ্টারা : যুক্তরাষ্ট্র
পুতিনকে সত্য বলতে ভয় পান তার উপদেষ্টারা : যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

পুতিনকে সত্য বলতে ভয় পান তার উপদেষ্টারা : যুক্তরাষ্ট্র

নিবিড় আমীন

ইউক্রেনে আগ্রাসন নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সত্য তথ্য দিতে তার উপদেষ্টারা ভয় পাচ্ছেন বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। এদিকে, সামরিক অভিযানে লাগাম টানার অঙ্গীকারের পরেও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। তবে মারিউপোল থেকে বেসামরিকদের সরে যাওয়ার সুবিধার্থে বৃহস্পতিবার স্থানীয়ভাবে একদিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। আগামী ১ এপ্রিল পুনরায় ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনা শুরু হবে বলে তথ্য দিয়েছেন ইউক্রেনীয় আলোচক।

 

ইউক্রেন রাশিয়ার চলমান যুদ্ধ নিয়ে আবারও বিতর্কিত তথ্য দিলো যুক্তরাষ্ট্র। এবার হোয়াইট হাউজ দাবি করেছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধে দুর্বল অবস্থান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি নিয়ে প্রেসিডেন্টকে বিভ্রান্ত করছেন।  

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, কিয়েভের আশেপাশে আবারও ২০ শতাংশের কম সেনা মোতায়েন শুরু করেছে মস্কো। তারা পুনরায় অবস্থান নিতে শুরু করেছে।

সবাই সরে যায়নি। তাদের মধ্যে সবাই নয়, কিছু সংখ্যাক সেনা বেলারুশে চলে গেছে।

বুধবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে ফোনালাপে পুতিন জানিয়েছেন, ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করলেই অবরুদ্ধ শহর মারিউপোলে হামলা বন্ধ করবে রাশিয়া। তবে বেসামরিকদের সরে যেতে বৃহস্পতিবার সকাল থেকে মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সামরিক অভিযানে লাগাম টানার অঙ্গীকারের পরেও চেরনিহিভ সহ ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহরগুলিতে অব্যাহত রয়েছে হামলা।

ইউক্রেনীয় আলোচক ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে ইউক্রেন-রাশিয়ার শান্তি আলোচনা ফের শুরু হবে। তবে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদোমির জেলেনস্কি জানিয়েছেন, আলোচনা অব্যাহত থাকলেও এখনো কোনো সুনির্দিষ্ট ফলাফল আসেনি।

ভ্লোদোমির জেলেনস্কি বলেন, আলোচনার প্রক্রিয়া চলছে। কিন্তু এগুলো এখনও শুধুই বুলি। এখন পর্যন্ত সুনির্দিষ্ট নয়। কিয়েভ চেরনিহিভ থেকে রুশ সেনাদের কথিত প্রত্যাহারের মতো বুলিও রয়েছে। তবে তা যে প্রত্যাহার নয় সেটা আমরা জানি। এটা আমাদের প্রতিরোধ যোদ্ধাদের কাজের ফলাফল ।

এদিকে জার্মান সরকার জানিয়েছে, গ্যাস ক্রয়ের ক্ষেত্রে ইউরো দিয়েই মূল্য পরিশোধের জন্য ইউরোপকে অনুমতি দেবে রাশিয়া।

news24bd.tv/আলী