নকল ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের গোয়েন্দা শাখা। চুয়াডাঙ্গায় ওয়েস্ট ফার্মাসিউটিক্যালস নামে এই প্রতিষ্ঠানটি তৈরি করতো প্যান্টোনিক্স টোয়েন্টি ও মোনাস টেন নকল ঔষধ। সম্প্রতি লালবাগ গোয়েন্দা শাখার অভিযানে প্রতিষ্ঠানের মালিক গিয়াসউদ্দিন ও এক সহযোগীকে নকল ঔষধ ও প্রস্তুতের সরঞ্জামসহ গ্রেফতার করেছে।
এসময় উদ্ধার করা হয় ১০ লাখ ৩৪ হাজার পিস নকল প্যান্টোনিক্স টোয়েন্টি ও ১৮ হাজার পিস নকল মোনাস টেন ট্যাবলেট ও তৈরির সরঞ্জাম।
এক তেলেসমাতি কাণ্ড, পাওডারের সাথে কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন রোগের ওষুধ। চুয়াডাঙ্গায় এমন একটি নকল ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়েস্ট ফার্মাসিউটিক্যালসের সন্ধান পেয়েছে পুলিশের গোয়েন্দা শাখা। এরা প্রস্তুত করছে বাজারে সর্বাধিক বিক্রি হওয়া গ্যাসট্রিকের প্যান্টোনিক্স ২০ ও মোনাস ১০ নামে নকল ওষুধ।
কুমিল্লা, চট্টগ্রাম, পাবনা ও ঢাকায় প্রতিনিধিদের মাধ্যমে এসব নকল ওষুধ সরবরাহ করতো প্রতিষ্ঠানটি। চিকিৎসকরা বলছেন, নকল এসব ওষুধ সেবনে ক্যান্সারের মতো মারণঘাতী রোগ হতে পারে মানুষের।
তবে কিভাবে ভেজাল ঔষধ চিহ্নিত করা যাবে তা তুলে ধরেন একমি কোম্পানির এক্সিকিউটিভ। নিখুঁত এই কারসাজি রোধে প্রতিটি ডিসপেনসারির প্রতিনিধিদের সজাগ থাকার নির্দেশ দেয় প্রশাসন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির চকবাজার থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
news24bd.tv/আলী