পশ্চিমারা রাশিয়াকে অবরুদ্ধ করতে ব্যর্থ হয়েছে : দিমিত্রি মেদভেদেভ

পশ্চিমারা রাশিয়াকে অবরুদ্ধ করতে ব্যর্থ হয়েছে : দিমিত্রি মেদভেদেভ

অনলাইন ডেস্ক

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়াকে অবরুদ্ধ করার পশ্চিমা প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কারণ মস্কো নিষেধাজ্ঞার জন্য প্রস্তুত ছিল। এমন খবর দিয়েছে আল-জাজিরা।  

মেদভেদেভ বলেন, নিষেধাজ্ঞায় রাশিয়াকে অবশ্যই কিছু সমস্যা মোকাবিলা করতে হবে।

কারণ বিশ্বব্যাপী মূল্য সংযোজন প্রক্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আছে মস্কো। বেকারত্ব ক্রমশ বাড়ছে। আমাদের এক অর্থনৈতিক অশান্তির মধ্যে ঠেলে পাঠানো হচ্ছে।

তবে রুবলে গ্যাসের দাম পরিশোধের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন মেদভেদেভ ।

 

এদিকে রাশিয়ার সব বৈদেশিক লেনদেন রুবলে করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে গতকাল বুধবার জানিয়েছে ক্রেমলিন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার কারণে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়া রাশিয়া পাল্টা এই পদক্ষেপ নিয়েছে।

news24bd.tv/আলী