মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে এ যাবৎকালের সবচেয়ে বেশি ১৯০ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ দিয়েছে বিটিআরসি। এতে সংস্থাটির আয় হয়েছে ১০ হাজার ৬৪৫ কোটি টাকা। সবচেয়ে বেশি ৬০ মেগাহার্টজ করে তরঙ্গ কিনেছে গ্রামীণফোন এবং রবি। এর মাধ্যমে মোবাইল অপারেটরদের গ্রাহক সেবা আরো উন্নত হবে বলে আশা বিটিআরসির।
দুই দশমিক তিন এবং দুই দশমিক ছয়-এই দুই ব্যান্ডের সর্বমোট ২২০ মেগাহার্টজ তরঙ্গ বিক্রির লক্ষ্য নিয়ে এই নিলামের আয়োজন করে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নিলামে ভিত্তিমূল্যের চেয়ে ৫ লাখ ডলার বেশি অর্থাৎ ৬৫ লাখ ডলার দাম উঠে প্রতি মেগাহার্টজ তরঙ্গের।
নিলামে গ্রামীণফোন এবং রবি সমান ৩০ মেগাহার্টজ করে তরঙ্গ কিনে নেয়। এতে তাদের প্রত্যেকের খরচ হয় প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা।
বিটিআরসি জানিয়েছে, এই তরঙ্গ ফোরজি এবং ফাইবজি উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। আর অবিক্রীত থাকা ৩০ মেগাহার্টজ তরঙ্গ পরবর্তীতে চাইলে কিনতে পারবে যেকোন অপারেটর।
news24bd.tv/আলী