ধুলায় আচ্ছাদিত শ্রমিকের জীবন (ভিডিও)

ধুলায় আচ্ছাদিত শ্রমিকের জীবন (ভিডিও)

নাঈম আল জিকো

নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। এমনকি লাইসেন্স নেয়ারও প্রয়োজন বোধ করেনি মালিকরা। এভাবেই নরসিংদীতে ব্যাটারি তৈরির কারাখানা চালাচ্ছে চীনা নাগরিকরা। এ নিয়ে প্রতিবেদন করতে গেলে ঘুষের প্রস্তাব দেন তারা।

সরেজমিনে দেখা যায়, নোংরা, অস্বাস্থ্যকর ও ধুলায় আচ্ছাদিত পরিবেশে কাজ করে লিভার-ফুসফুসের অসুস্থ্যতায় ভুগছেন  শ্রমিকরা। জেলা প্রশাসন বলছে, অভিযান চালিয়েও কোনভাবেই শৃংখলায় ফেরানো যাচ্ছে না কারখানাগুলোকে।

নরসিংদিতে অপরিকল্পিত ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া গড়ে ওঠা ব্যাটারি কারখানার সংবাদ সংগ্রহ করতে যায় নিউজ টোয়েন্টিফোর টিম। ব্যাটারি উৎপাদনে তাদের অনিয়ম যাতে প্রচার না করতে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা করে চীনা নাগরিকদের প্রতিনিধিরা।

নরসিংদির মাধবদী পৌর এলাকায় উচু দেয়াল দিয়ে ঘেরা এই কারখানাটির নাম জিয়াং সু জিং ডিং স্টোরেজ কম্পানি লিমিটেড। উচু দেয়ালের আড়ালে চলছে ব্যাটারি তৈরীর মহাযজ্ঞ। ধুলোয় ঝাপসা এই অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন শ্রমিকরা।

শুধু ব্যাটারি তৈরীর কথা থাকলেও, একই জায়গায় তৈরী হচ্ছে ব্যাটারি তৈরীর কাঁচামাল-সিসা। একই অবস্থা পেং ইউ কম্পানি লিমিটেডের। সিসা তৈরীর জন্য ইটিপি ও এটিপি প্লান্ট থাকালেও তা ব্যবহার করা হয়না বলে জানায় কারখানাগুলোর কর্তাব্যক্তিরা।

news24bd.tv/এমি-জান্নাত