স্পেনে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন

স্পেনে বাংলাদেশের ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন

ইসমাইল হোসাইন রায়হান, স্পেন

স্পেনে বাংলাদেশের ৫১তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।   

সোমবার সন্ধ্যায় মাদ্রিদে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে স্প্যানিশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আগত অতিথিদের অভ্যর্থনা জানান স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও তাঁর সহধর্মিনী ফরিদা আক্তার।

বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (লেবার উইং) মো. মোতাসিমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও স্পেনের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে স্পেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাপরিচালক খাবিয়ের সালিদো ওরটিজকে সাথে নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ ও তাঁর সহধর্মিনী ফরিদা আক্তার স্বাধীনতা দিবসের কেক কাটেন। সংবর্ধনা অনুষ্ঠানের ভোজসভায় উপস্থিত সকলকে বিদেশী খাবারের পাশাপাশি বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, কাউন্সেলর রেদোয়ান আহমেদ (কমার্শিয়াল উইং), কাউন্সেলর দ্বীন মোহাম্মদ ইমাদুল হক (ডিপ্লোমেটিক উইং), কাউন্সেলর মো. মোতাসিমুল ইসলাম (লেবার উইং), বার্সেলোনায় বাংলাদেশের অনারারি কন্সুল রামন পেদ্র বেরনাউস সহ প্রবাসী বাংলাদেশীরা।

news24bd.tv/এমি-জান্নাত