রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর শীর্ষ নেতা কক্সবাজারে দুর্বৃত্তের গুলিতে নিহত আরাকান
মুহিবুল্লাহর পরিবার বাংলাদেশ ছেড়ে গেছেন। শুক্রবার (১ এপ্রিল) সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের বিভিন্ন সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১টায় টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটে কানাডার উদ্দেশে দেশ ছাড়েন মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন, ছেলে ও মেয়ে-জামাতাসহ ১১ জন। শরণার্থী হিসেবে তাদেরকে গ্রহণ করবে কানাডা সরকার।
শুক্রবার আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ)-এর নেতা মাস্টার আব্দুর রহিম জানান, বুধবার পরিবারটি কক্সবাজার গেছে। এরপর তাদের কেউ আর রোহিঙ্গা ক্যাম্পে ফিরে আসেনি।
উল্লেখ্য, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্প-১ ইস্ট-ওয়েস্ট (ডি-ব্লকে) নিজ অফিসে অবস্থান করছিলেন মুহিবুল্লাহ। এ সময় বন্দুকধারীরা তাকে গুলি করে হত্যা করে।
news24bd.tv/ কামরুল