কুষ্টিয়ার মিরপুর উপজেলার কুর্শা মজন্দপাড়ায় পুকুর খননের সময় বড় আকারের পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে এলাকাবাসী। পরে পুলিশ এসে মূর্তিটি থানায় নিয়ে রেখেছে।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, আজ শুক্রবার সকাল থেকে গ্রামের তাহের কমান্ডারের পুকুর ড্রেজার মেশিন দিয়ে খনন চলছিল। ১০ টার দিকে একটি পাথরের মুর্তি দেখতে পান মেশিন চালক।
ওসি গোলাম মোস্তফা জানান, এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এটি আড়াই ফুট মতো লম্বা আর ২ ফুট চওড়া। বেশ বড়। ছাচ দিয়ে পাথরে তৈরি। স্থানীয়রা কেউ কেউ কষ্টি পাথরের মূর্তি বললেও এটি ধরণের মূর্তি জানার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যেমে বিশেষজ্ঞদের জানানো হয়েছে।
news24bd.tv/কামরুল