প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে সৌন্দর্য হারাচ্ছে খাগড়াছড়ির দীঘিনালা দীঘি। স্থানীয়রা জানান, এটি সংস্কার করা হলে একদিকে এই দীঘির ঐতিহ্য সংরক্ষণ হবে। অন্যদিকে পর্যটকদের কাছে অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পাবে।
খাগড়াছড়ি উপজেলায় দীঘিনালা উপজেলার বড়াদম এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই দীঘি।
এলকাবাসী জানান, এই দীঘির বয়স আনুমানিক ৩৫০ বছর। আর এই দীঘি থেকেই দীঘিনালা উপজেলার নামকরণ করা হয়েছে। তবে বর্তমানে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ঐতিহ্য ও সৌন্দর্য্য হারাতে বসেছে এই দীঘি। সংস্কার ও সংরক্ষণ করা হলে এই দীঘি পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত পাবে।
স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, আগামী অর্থ বছরে বরাদ্দ পেলেই দীঘির সংস্কার কাজ শুরু করা হবে।
ইতিহাস থেকে জানা যায়, বড়াদম এলাকায় এই দীঘি খনন করা হয়েছিল ১৬৬৭ খ্রীস্টাব্দে।
news24bd.tv/ তৌহিদ