১৯৯১ সালের পর থেকে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক স্বৈরশাসন প্রতিষ্ঠা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
শুক্রবার রাজধানীর দারুসালাম গোলাপটেক স্কুলমাঠে জাতীয় পার্টির ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র নেই। তাই জাতীয় পার্টির ওপর প্রতিনয়ত মানুষের আস্থা বাড়ছে, জাতীয় পার্টির প্রতি মানুষের প্রত্যাশা দেখছি।
news24bd.tv/ তৌহিদ